'চ্যাম্পিয়ন' জেমকন খুলনা 

বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে এবারের আসরের শিরোপা জিতলো জেমকন খুলনা।  টস এ হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই  ২ উইকেট হারায় খুলনা। জাকির হাসান করেন ২০ বলে ২৫ রান। চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন আরিফুল ও মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের সেরা ইনিংস এ ১৫৫ রান করে খুলনা। জবাবে গাজী গ্রুপ চট্টগ্রাম ১৫০ রানে থেমে যায়। জয়ের লক্ষে ব্যাটিং এ নেমে মাশরাফি কে  চার ও ছক্কা মেরে ভালোই শুরু করছিল চট্টগ্রাম। তবে তা স্থায়ী হতে দেয়নি জমকান খুলনা। শুভাগত হোম রানের লাগাম ধরে রেখে উইকেট ও শিকার করে নেন সৌম্যর।  একই ওভারে সৌম্যর ক্যাচ মিস করেন কায়েস। 

আলামিন নিজের প্রথম ওভার এ দুর্দান্ত বোলিং করে সাজঘরে ফেরান মোহাম্মদ মিঠুনকে। অধিনায়ক মিঠুন ৫ বলে করেন ৭ রান। দুর্দান্ত ব্যাটিং করে লিটন দাস রান করেন ২৩ বলে ২৩ রান। শামসুর রহমান আউট হওয়ার পর মোসাদ্দেক হোসেন এর সাথে জুটি গড়েন সৈকত।  তুলে নেন টি-২০ ক্যারিরের নিজের প্রথম সেঞ্চুরি। 

জয়ের জন্য চট্টগ্রামের শেষ ওভারে দরকার সিলো ১৬ রান। প্রথম ২ বলে ৩ রান দেওয়ার পর টানা ২ বলে সৈকত ও মোসাদ্দেক এর উইকেট নিয়ে হ্যাট্টিক এর আশা জাগান শহিদুল। অবশেষে দলকে জিতিয়েই ওভার শেষ করেন তরুণ এই পেসার।  ৫ রানের ব্যবধান এ জয় পায়  জেমকন খুলনা। 

নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ ১৫৫ রান। চট্টগ্রাম এর পক্ষে ২ টি করে উইকেট নেন নাহিদুল ও শরিফুল। 


স্কোর : জেমকন খুলনা ১৫৫/৭ (২০ ওভার)

মাহমুদুল্লাহ ৭০* , জাকির ২৫, আরিফুল ২১, শুভাগত ১৫, ইমরুল কায়েস ৮, মাশরাফি ৫;

শরিফুল ২/৩৩, মোসাদ্দেক ১/২০, নাহিদুল ২/১৯, মুস্তাফিজ ১/২৪;


গাজী গ্রুপ চট্টগ্রাম ১৫০ (২০ ওভার)

সৈকত৫৩, লিটন দাস ২৩, শামসুর ২৩;

শুভাগত ১/৮, আলামিন ১/১৮, শহিদুল ২/৩৩;

ফলাফল : ৫ রানে বিজয়ী জেমকন খুলনা।