চাল রপ্তানির প্রণোদনা ঘোষণা দিয়ে শুরু হয় বছরটা। আর সেই বছরটা শেষ হচ্ছে আমদানিতে শুল্ক কমানোর দিয়ে।  এই বছরেই চালের দাম বাড়তে বাড়তে কম দামের চালের দাম বেড়ে দাঁড়ায় ৫০ টাকা। চালের এই দাম নিয়ে বিপাকে প্রেসে দেশের নিম্ন আয়ের মানুষেরা। 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত রবিবার নিজ কার্যালয়ের এক সম্মেলনে জানান চাল আমদানিতে কর ভার কমিয়ে ৬২ থেকে ২৫ শতাংশে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই শুল্ক হারে আমদানিকারকরা  চাল আমদানি করতে ১০ জানুয়ারির মধ্যে আবেদনকরতে পারবেন। 

মন্তণালয় জানায়  ২০১৭ সালের মতো চাল আমদানি  পুরোপুরি উন্মুক্ত হচ্ছে না। 

যদি মন্ত্রনালয় অনুমোদন দে তবেই আমদানিকারকরা চাল আমদানি করতে পারবেন। প্রথম পরিকল্পনা অনুযায়ী সরকারি -বেসরকারি মিলিয়ে ১০ লক্ষ টন চাল আমদানি করা হবে। আমনের এই ভরা মৌসুমে

সিদ্ধান্তটা এলো আবার আগামী বোরো মৌসুমের সময় ও এগিয়ে আসছে। এর আগে কয়েক বছর প্রচুর পরিমানে চাল আমদানি করার কারণে ফসলের ভালো দাম না পাওয়া কৃষকরা এইবার এমন ভালো দাম পেতে শুরু করছিল। বিশেষজ্ঞরা চাল আমদানির জন্য পরামর্শ দেওয়া হচ্ছিলো সেটা সুদু সরকারি ভাবে। খাদ্যমন্ত্রী বলেন, বেসরকারি ভাবেও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কৃষকরাও ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে।