গৃহহীনদের জন্য দুর্যোগ মোকাবিলার ঘর নির্মাণের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বগুড়ার সদর উপজেলার নিশিন্ধারা উনিয়নের (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে এবং সাংবাদিকদের কাছ থেকে সিনিয়ে নেয়া ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে এ হামলার সাথে জড়িত থাকা ওই একই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জনি কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হামলার ঘটনা ঘটার পর বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের প্রতিবেদক মুহাম্মদ মাজেদুল রহমান বাদী হয়ে বগুড়ার সদর থানায় বৃস্পতিবার (ইউপি) সদস্য লুৎফর রহমান শ্রমিক লীগের সভাপতি জনি এবং অজ্ঞতনামা আরো কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি বিভাগে সাংবাদিক মুহাম্মদ মাজেদুল রহমান ও তা সহকারী রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় আছেন।
0 Comments