বাসার ছাদে ইংরেজি বর্ষ বরণ বা থার্টি ফার্স্ট উৎযাপন ক্ষেত্রে ১৩ দফা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ প্রশাসন। 


সেইসাথে বিভিন্ন ধরণের আতশবাজি, পটকা,মোটরসাইকেল বেপরোয়া ভাবে না চালানোর জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।


মঙ্গলবার এক সংবাদসম্মেলনে ঢাকা মহানগর পুলিশ এই অনুরোধ জানায়। ঢাকা মহানগর পুলিশ জানায় যদি কোনো ব্যাক্তি এই আইন অমান্য করেন তবে তাকে আইনের আওতায় আনা হবে। 


ডিএমপি পুলিশ কমিশনারের সই করা এক সংবাদএ বলা হয়েসে যে ইংরেজি নববর্ষের আগমন কালে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ রাতে স্বাস্থবিধি মেনে বিভিন্ন এলাকায় অনুষ্ঠান পালিত হবে। তবে কোনো ধরণের বিচ্ছৃঙ্খল ঘটনা না ঘটার বেপারে সবাই কে সচেতন থাকতেও  বলা হয়েছে বিজ্ঞত্তিতে। 


ঢাকা মহানগরীর নিরাপত্তার স্বার্থে যে নিৰ্দেশনা গুলো দেয়া হয়েছে তাহলো মোড়, রাস্তায়, বাসার ছাদে এমন কি যে কোনো খোলা জায়গায় কোনো ধরণের পটকা, আতশবাজি ইত্যাদি ফোটানো, জনমত সমাবেশ করা যাবেনা। ঢাকা বিশবিদ্যালয় এলাকায় নির্ধারিত সময়ের পর কোনো ব্যাক্তি বা যানবাহন চলাচল করতে পাৰে না, তবে পরিচয় দিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ার পায়ে হেটে যেতে পারবে। বনানী ও গুলশান এলাকায় রাট ৮ টার পর বহিরাগতদের ঢুকতে দেয়া হবে না। তবে নির্ধারিত সময়ের পর ওই এলাকার বাসিন্দাদের পরিচয় দিয়ে কাকলি ক্রসিং এবং আমতলী ক্রসিং দিয়ে প্রবেশাধিকার দেয়া হবে। 



ডিএমপি পুলিশ এই সব এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ের আগে বাসায় ফেরার অনুরোধ জানিয়েছেন। 


সার্বিক নিরাপত্তার জন্য বারিধারা, বনানী, গুলশান, ঢাকা বিশবিদ্যালয়সহ যেসব জায়গায় মানুষ বসবাস করে না সেইসব স্বাস্থানে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। 


রাত ৮ টারপর হাতিরঝিলে অবস্থান নিষেধ, ফাস্ট ফুডের দোকান বন্ধ করেত  বলেছেন। থার্টি ফার্স্ট এ সন্ধ্যা ৬ টার পর ঢাকা মহানগরীতে কোনো বার খোলা যাবে না।