বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্স বন্ধ করে দেওয়া হচ্ছে। নতুন করে এই সো প্রতিষ্ঠানে চালু হচ্ছে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কোর্স। এমনটাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। সরকারের শিক্ষামন্ত্রণালয় এ ব্যাপারে কোজ শুরু করে দিয়েছেন। 

বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্স বন্ধ করে কারণে শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছেন কাজেই যারা অনার্স মাস্টার্স করবেন তারা বিশ্ববিদ্যালয় থেকেই করবেন। আমরা আর নামমাত্র সনদধারী বেকার তৈরি করতে চাই না।  তবে বিভিন্ন শর্ট কোর্স এর চিন্তা মাথায় রেখে এই সিধান্ত নিচ্ছেন সরকার। 

শিক্ষামন্ত্রী আরও বলেন বেসরকারি অনার্স মাস্টার্স কলেজে লেখাপড়া করে অনেক যুবক চাকরি পান না। ফলে তাদের মধ্যে হতাশা তৈরি হয়। অভিবাবকদের জন্যও এটি দুঃখ জনক সন্তানকে কষ্ট করে পড়ালেন তাদের একটি চাকরির প্রত্যাশা থাকে, কিন্তু চাকরি হয় না। তারা কিছু করবে সে যোগ্যতাও অর্জন করতে পারে না।  এইসব সমস্যা সমাধানে সরকার অবিরত কাজ করে চলছে। 

আরও জানা গেছে যে, দেশে মোট ৩১৫ টি বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু আছে এসব কলেজে ড্রিগ্রী স্তরের  শিক্ষকদের বেতনভাতা অন্তর্ভুক্ত হলেও মাস্টার্স পর্যায়ের তারা কোনো সুযোগ সুবিধা পান না। 

জাতীয় বিশ্ববিদ্যালয় ড্রিগ্রি স্তরে ১৯৯৩ সাল থেকে পরিচালিত এমপিওভুক্ত কলেজগুলুতে অনার্স মাস্টার্স চালুর অনূমোদন দেয়। এসব কলেজের শিক্ষকদের বেতনভাতা ঐসব কলেজের টিউশন ফি থেকে দেওয়ার অনূমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে এই স্তরের শিক্ষকরা খুব বেশি সুবিধা পাননি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবির কথা জানালেও তা সমাধান হয়নি। এসব বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।