বিয়ের কয়েক মাস  যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়েছেন নেহা কাক্কার। গত ২৪ অক্টোবর প্রেমিক রোহান প্রীতএর সাথে  বিবাহ বন্ধনে অবদ্ধ হন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা। বিয়ের গুঞ্জন শেষ হতে না হতেই প্রকাশ  হলো, বলিউড গায়িকার মা হওয়ার খবর।

শুক্রবার আনুমানিক সকাল ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর রোহান প্রীতএর সাথে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। সেখান থেকেই এই গায়িকার বেবিবাম্প দেখা যাচ্ছে। এরপর থেকেই ৩১ বছর বয়সী এই গায়িকার  মা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে।