ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবার করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রেসিডেন্ট এর সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে, করোনা পরীক্ষার পর তার কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে।
এক বিবৃতিতে জানা যায় যে , কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ার পর করোনা টেস্ট করানো হয় প্রেসিডেন্টের। তিনি আগামী সাত দিন আইসোলেশনের অধীনে থাকবেন ।
এক কর্মকর্তা জানান, মি. ম্যাক্রোঁ এখনো দেশ পরিচালনার "প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন" এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন।
ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে চলতি সপ্তাহে রাতের বেলাও কারফিউ জারি করা হয়েছে।
এখন পর্যন্ত মহামারি শুরুর পর থেকে দেশটিতে ২৪ লাখ ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫৯ হাজার ৬১৯ জন।
0 Comments