মাসরাফি বিন মোর্তুজা
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেসে বিসিবি এর নির্বাচকরা। সেখানে ওয়ানডে ক্রিকেটারদের তালিকায় নাম নেই ম্যাশ এর।
বিসিবি নির্বাচকরা বলেছেন, ম্যানেজমেন্ট, অধিনায়ক, নির্বাচক সবার সম্মতিতে এ সিধান্ত নিয়েছেন তারা। তাদের ভাষ্যমতে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিধান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তারা।
তার মানে ধরে নেওয়া যাচ্ছে, যে আগামী বিশ্বকাপেতে সুযোগ নেই মাসরাফি বিন মোর্তুজার। এমন কি এর আগে যে সিরিজ গুলো বাংলাদেশ খেলবে সেগুলো তে "বিশ্বকাপের কথা চিন্তা" করেই স্কোয়াড ঘোষণা করা হবে। সে গুলোর মধ্যে কোনোটাতেই জায়গা পাবেন না মাসরাফি বিন মোর্তুজা।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নিয়মিত হওয়ার পর ফিট থাকা অবস্থায় ব্যাড পড়ার নজির নেই মাসরাফির। ২০১১ বিশ্বকাপে দোলে সুযোগ পাননি ,তবে সে বার ও ফিটনেসের প্রশ্ন তুলে হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি প্রিমিয়ার লীগ খেলে তিনি প্রমান করেছেন তিনি এখনো ফিট আছেন।
প্রাথমিক ওয়ানডে দলে জায়গা পেয়েছেন, তামিম ইকবাল, সাকিব, মুশফিক, মিঠুন, শান্ত, মাহমুদুল্লাহ, লিটন দাস ,আফিফ, সৈকত, সৌম্য সরকার, ইয়াসির, নাইম, আলামিন, তাসকিন, সাইফুদ্দিন,শরিফুল, মুস্তাফিজ, তাইজুল, মিরাজ, নাসুম,ইমন, রুবেল এবং মেহেদী হাসান।
প্রাথমিক টেস্ট দলে জায়গা পেয়েছেন, তামিম ইকবাল, সাকিব, শান্ত, মুশফিক, মিঠুন, লিটন দাস, ইয়াসির, সাইফ হাসান, জায়েদ, তাসকিন, হাসান মাহমুদ, খালেদ, মুস্তাফিজ, মিরাজ, তাইজুল, নুরুল হাসান, সাদমান,নাইম হাসান ও এবাদত।
মূল দল ঘোষণার আগে একসাথে অনুশীলন করবে তারা।
মাশরাফি বিন মোর্তুজা এই সিরিজে থাকবেন কি থাকবেন না সে নিয়ে এখনো তুমুল বিতর্ক চলছে।
মাশরাফি ওয়ানডে খেলার বেপারে বরাবরই বলে এসেছেন তিনি যতদিন দলে জায়গা পাবেন ততদিন খেলবেন। তাছাড়া গত ফেব্রুয়ারিতে অধিনাকয়ত্ব ছেড়ে দেয়ার পর সবাই ভেবেছিলো তিনি অবসরে যাবেন।
ধরে নেওয়া হয়েছিল গত বছর জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের হোম সিরিজই তার শেষ ম্যাচ।
কিন্তু তিনি অবসরের বিষিয়ে কিছুই বলেননি।
মাসরাফি বিন মোর্তুজা যে এই স্কোয়াড এ নেই সোমবার যেদিন খবর এলো সেদিন ছিল সংসদ সদস্য হওয়ায় ২ বছর।
মাসরাফি ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি প্রসংশিত মুখ। মাঠের ভিতরে ও বাইরে তিনি ছিলেন সবার অনুপ্রেরণা।
গত দুই বছর তিনি একসাথে খেলা এবং রাজনীতি সামলিয়েছেন। মি. মোর্তুজার মতে ব্যাস্ততা আছে থাকবে এর মধ্যে করোনাভাইরাসের এক বছর হয়েগেলো সবাই, মহামারীর সময় ঘরের ভিতর ছিল কাজ যখন যেটা ছিল তখন সেটা করেছি, এভাবেই'
0 Comments