পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার বাসিন্দাদের নিন্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। 

পদের নাম : "সহকারী পরিচালক "

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণী /সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা দ্বিতীয়শ্রেণী /সমমানের সিজিপিএ'তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণি/ সমমানের সিজিপিএ'তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী।  সিভিল ইঞ্জিনিয়ারিং,প্রাণিসম্পদ/ পশুপালন, কৃষি/ উদ্যানতত্ত্ব, , পরিসংখ্যান ও ফুড ইঞ্জিনিয়ারিং ফার্ম মেশিনারিজ,  মাৎস্য বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ডিগ্রিধারী কে অগ্রাধিকার প্রদান করা হবে।


কর্মস্থান: বগুড়া 


বেতন : (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী) গ্রেড -৯ টাকা ২২০০০-৫৩০৬০  


আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারি  ২০২১

বিস্তারিতঃ  Click Here